এই মুহূর্তে জেলা

প্রিজাইডিং অফিসারকে মারধরের অভিযোগ লিলুয়ায়।

হাওড়া, ২০ মে:- লিলুয়ার ভারতীয় হাই স্কুলে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। ওই স্কুলের ১৭৬ নম্বর বুথে উত্তেজনা। ওই বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মিনিট পনেরো পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যতক্ষণ পর্যন্ত না নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রে অপেক্ষা করবেন বলে হুমকি দেন বিজেপি প্রার্থী।তিনি সেখানে নির্বাচন কর্মীদের সাথে কথা বলেন। প্রিসাইডিং অফিসারকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।