পঞ্চম দফার নির্বাচন সোমবার। জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর কলেজে করা হয়েছে DCRC এখান থেকে চাপদানি, শ্রীরামপুর, উত্তরপাড়া বিধানসভা সমস্ত বুথে ভোটকর্মীরা রওনা দেবেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৯ লক্ষ ২৬ হাজার ৬৪৫ জন। মোট বুথ ২০৭৬টি। মোট ভোটকর্মী রয়েছে প্রায় ৮৫০০ জন। সকাল থেকে চলছে চূড়ান্ত ব্যস্ততা। আসতে শুরু করেছে পুলিশ ও ভোটকর্মীরা। এক নজরে হুগলির তিন কেন্দ্র— হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ লোকসভা।
শ্রীরামপুর(২৭)
মোট ভোটার- ১৯,২৬,৬৪৫
পুরুষ- ৯,৭২,৭৩৯
মহিলা- ৯,৫৩,৮৫৫
তৃতীয় লিঙ্গ- ৫১
৮৫+ ভোটার- ১৩,০৬৩
নতুন ভোটার- ৩৫,৫১৬
শতায়ু ভোটার – ৭৬
মোট বুথ- ২০৭৬
স্পর্শকাতর- ১২৩৬
মহিলা পরিচালিত- ১৯৭
মডেল বুথ- ১৮
প্রার্থী- ১১ জন
হুগলি(২৮)
মোট ভোটার- ১৮,৫৮,০৬৭
পুরুষ- ৯,২৫,২১৯
মহিলা- ৯,৩২,৭৮৪
তৃতীয় লিঙ্গ- ৬৪
৮৫+ ভোটার- ১১,২৭৩
নতুন ভোটার- ৪০,৭৩৩
শতায়ু ভোটার – ৬৫
মোট বুথ- ২০৪৮
স্পর্শকাতর- ১৭৮৭
মহিলা পরিচালিত- ২০১
মডেল বুথ- ১৮
প্রার্থী- ১২ জন
আরামবাগ(২৯)
মোট ভোটার- ১৮,৮৩,২৬৬
পুরুষ- ৯,৫৩,৩৯৬
মহিলা- ৯,২৯,৮৪৯
তৃতীয় লিঙ্গ- ২১
৮৫+ ভোটার- ১১,০১৮
নতুন ভোটার- ৪৯,১৬৯
শতায়ু ভোটার – ৯০
মোট বুথ- ২০৭৮
স্পর্শকাতর- ১৭৭০
মহিলা পরিচালিত- ১৬২
মডেল বুথ- ১৫
প্রার্থী- ১০ জন
হুগলি গ্রামীন এলাকার জন্য ১৭১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ও ৬২৪৭ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। চন্দননগর কমিশনারেটে ৬০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ও ২৮৪২ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হাওড়ার দুটি বিধানসভা।ডোমজুর ও জগৎবল্লভপুর। আরামবাগ লোকসভার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা। দুই জেলার তিন বিধানসভার জন্য বাহিনী ও রাজ্য পুলিশ থাকবে।