হুগলি, ১৬ মে:- পান্ডুয়ার বাটিকা বৈঁচী অঞ্চলের বৈঁচী গ্রাম চৌবেরা সহ তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ প্রচারে যাওয়ার কথা ছিল হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। সেই মত সব প্রস্তুত ছিল। প্রচার করা হয়েছিল। তৃনমূল কর্মিরা জমায়েত করে দাঁড়িয়ে ছিলেন দীর্ঘক্ষন। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় রচনা সেখানে পৌঁছাতে পারেননি। দ্বারবাসিনী এলাকা থেকে প্রচার সেরে বৈঁচী চৌমাথায় রচনা বন্দ্যোপাধ্যায় যখন আসেন তখন বৈঁচীর তৃনমূল কর্মিরা তাকে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকে।
তৃনমূল কর্মিদের দাবী, এখনই প্রার্থীকে পাওয়া যাচ্ছে না এরপর কি হবে। এলাকায় প্রচার করা হয় প্রার্থী আসবেন ঘুরবেন। কিন্তু উনি আসতে পারলেন না। সাধারন মানুষের কাছে জবাব দিহি করতে হবে কর্মিদের। আগামী শনিবার সকালে ওই এলাকায় প্রচারে যাবেন রচনা, খবর তৃনমূল সূত্রে।