এই মুহূর্তে জেলা

মহাগুরুর দেখা না পেয়ে হতাশ হাজার হাজার সাধারণ মানুষ, বিজেপিকে ভাওতাবাজ বলে কটাক্ষ।

হুগলি, ১৬ মে:- মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য কোন্নগর নৈটি রোডের দুধারে অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে তাকে দেখতে নাপেয়ে হতাশ বহু মানুষ।এমন কি ৮ থেকে ৮০ অনেকের হাতেই দেখা গেছে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে। তবে মিঠুন চক্রবর্তীকে দেখতে না পেয়ে সেই ফুল রাস্তায় ফেলে চলে যান। অনেকে আবার ক্ষোভ উগ্রে দিয়ে বলেন এটা শুধুমাত্র ভাওতাবাজি।

আমরা কয়েক ঘণ্টা ধরে এখানে অপেক্ষা করে আছি শুধুমাত্র ওনাকে দেখার জন্য এখন এসে জানতে পারছি উনি আসবেন না খুব হতাশ হলাম। বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস বলেন গত দুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তারপরেও আজ আমার সঙ্গে দুটি সভা করেছে। তিনি অসুস্থ থাকার জন্য মিছিলে আর আসতে পারেননি। তার জন্য আমরা দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি কুড়ি তারিখের আগে উনি এসে আবারো প্রচার করবেন।