এই মুহূর্তে জেলা

লকেটের নামে নিখোঁজ পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।

হুগলি, ১২ মে:- রবিবার দুপুরের পর চুঁচুড়া শহরের একাধিক জায়গায় লকেট চ্যাটার্জির নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই পোস্টারে লকেট চ্যাটার্জির ছবি দিয়ে লেখা রয়েছে। নিখোঁজ। লকেট মানেই পালাই। জানে হুগলি জানে সবাই। শেষ দেখা গেছে চুঁচুড়াতে ২০১১ তে ১৮ হাজার ভোটে হারতে। কারা এই পোস্টার মারলো তা পোস্টারে লেখা নেই। আর এই নিয়েই এখন বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূলের দিকে। দুপুরের পর থেকেই চুঁচুড়ার ফার্ম সাইড রোড,

তোলাফটক সহ বিভিন্ন জায়গায় এমনই পোস্টার নজরে আসে সকলের। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন। যারা চোখে দেখতে পায় না তারাই এই সব ধরনের কাণ্ডকারখানা করছে। এ প্রসঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন। কোথায় কি পোস্টার পড়লো সেটা বলা সম্ভব। তবে চুঁচুড়ার মানুষ যদি মনে করে লকেটকে পাইনি এটা তাদের ব্যাপার। তৃণমূল এসব করে না তাদের দরকার পড়ে না। কথায় আছে না কেস্টা বেটাই চোর। এটা বিজেপির স্বভাব হয়ে গেছে।