এই মুহূর্তে জেলা

দুর্নীতিই তৃণমূলের ফুলটাইম ব্যবসা, হাওড়ায় মোদী।

হাওড়া, ১২ মে:- হাওড়ার সাঁকরাইলের বিড়লা জলা মাঠে নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে রবিবার দুপুরে সভা করেন প্রধানমন্ত্রী। ভাটপাড়া, চুঁচুড়া, পুরশুড়ার সভার পর এদিন হাওড়ার সাঁকরাইলে আসেন মোদী। এদিন মোদী বলেন, গন্ডগোল করাই তৃণমূল নেতাদের কাজ। হাওড়ায় সব শিল্প বন্ধ হয়েছে। তৃণমূলে লুটের দফতর চলছে। তৃণমূল জমি লুট করেছে। দুর্নীতিই তৃণমূলের ফুলটাইম ব্যবসা।

ইন্ডি জোটের সব শরিক দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের আমলে লটারিতেও দুর্নীতি হয়েছে। সরকারের মদতে জমি লুট করছে তৃণমূলের গুন্ডারা। সব দল লুকিয়ে দুর্নীতি করে তৃণমূল প্রকাশ্যে করছে।এদিন মোদী বলেন, হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে। সাঁতরাগাছি ও শালিমার রেল স্টেশনের উন্নতির জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রোরেল চালু হওয়ার কথাও এদিনের সভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে বাংলার জন্য রেল বাজেটে ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হত। তাতে কোনও লাভ হত না। এখন অনেক বেশি বরাদ্দ করা হয়েছে এবং কাজ হচ্ছে।