কলকাতা, ১০ মে:- সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের জোর করে অভিযোগ তুলিয়ে নিতে বাধ্য করা হচ্ছে বলে জাতীয় মহিলা কমিশন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা আজ এই মর্মে কমিশনের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন,জাতীয় মহিলা কমিশনকে সমাজের মহিলাদের উন্নতি ও কল্যাণের জন্য কাজ করে। সন্দেশখালিতে স্থানীয় জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান দ্বারা নারীদের যৌন নিপীড়ন ও অন্যায়ভাবে বন্দী করার অভিযোগে উঠেছিল। মহিলা কমিশন এই বিষয়ে অনুসন্ধান করার জন্য বিধি মাফিক একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি সন্দেশখালীতে বেশ কয়েকজন মহিলার সঙ্গে দেখা করে। সেখানেই মহিলারা অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিল।
কমিটি সন্দেশখালির নারীদের লিখিত আকারে বেশ কিছু অভিযোগও পেয়েছে। তিনি দাবি করেন, তৃণমূল কর্মীরা সন্দেশখালিতে মহিলাদের অভিযোগ তুলে নিতে বাধ্য করছে। রাজ্যের সরকার নারী নির্যাতনের অভিযোগটি সামনে আনতে চাইছে না। নির্বাচন এর জন্য প্রভাবিত হতে পারে, সেই কারণে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া উচিত বলে চিঠিতে রেখা শর্মা অনুরোধ করেন। অভিযোগ তুলে নেওয়ার জন্য যাতে মহিলাদের চাপ না দেওয়া হয় বা ভয় না দেখানো হয়, সেই বিষয়টি কমিশনকে নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস আজই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে।