হুগলি, ৭ মে:- পান্ডুয়ায় বিস্ফোরণকান্ড নিয়ে মঙ্গলবার, রাজনীতি হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েন জখম রূপম বল্লভের পিসি। এ দিন পান্ডুয়ায় অন্য একটি ঘটনায় উদ্ধার হওয়া এক মহিলার দেহ ময়নাতদন্তের বিষয়ে জানতে হাসপাতাল সুপারের কাছে এসেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মীরা। সেখানেই বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ান রূপমের পিসি। ক্ষোভে ফেটে পড়ে পিসি বলতে থাকেন, “আমার ছোট্ট ভাইপোর একটি হাত নষ্ট হয়ে গেল। সারাটা জীবন তাকে এ ভাবেই কাটাতে হবে।
এই মুহূর্তে আমিই চাই তার চিকিৎসার অগ্রগতি হোক। অথচ তাঁকে নিয়ে রাজনীতি হচ্ছে। এ দিন বিকেল ৫ টা ৪০ নাগাদ রুপমকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় Aম্বুলেন্স। উল্লেখ্য, গতকালই আর এক জখম সৌরভ চৌধুরীকে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালে। তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। বিকেলে হাসপাতালে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য মানস মজুমদার, চুঁচুড়ার কাউন্সিলর সমীর মজুমদাররা। উপস্থিত হন বিজেপির নির্বাচনী কমিটির কো-কনভেনর মৃন্ময় মজুমদার। মানসবাবু বলেন, তারা বিষয়টিকে নিয়ে কোনরকম রাজনীতি করেননি, কিম্তু বিজেপি করেছে। যদিও অভিযোগ উড়িয়েছেন মৃন্ময়বাবু।