হুগলি, ৬ মে:- পান্ডুয়া বোমা বিস্ফোরনে নয়া মোর! এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানিয়েছেন, আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলা অভিযোগকারী প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত শ্ত্রু তার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। সেই বোমাকে বল ভেবে খেলতে যায় তিন কিশোর। বিস্ফোরণে মৃত্যু হয় একজনের আহত হয় দুজন। আহতদের মধ্যে এক কিশোরের বাবা বাংলাদেশ থেকে দেব বল্লভের অভিযোগ তার সাথে বিচ্ছেদের পর পাড়ারই এক যুবককে বিয়ে করে তার স্ত্রী। বিহারে হাতুরে চিকিৎসকের কাজ করেন ওই যুবক। নেতাজী পল্লীতে তার দোতলা বাড়ি তালা দেওয়া। মাস পাঁচেক আগে তারা বিহারে চলে যান।
স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানকে দেখতে আসতেন সুকদেবের প্রক্তন স্ত্রী। গত পরশু দাঁতের চিকিৎসার জন্য পান্ডুয়া আসেন।আজ সকালে বোমা বিস্ফোরনের পর হাসপাতালেও যান ছেলেকে দেখতে। তার গ্রেফতারের ঘটনায় হতবাক প্রতিবেশিরা।মহিলার এক ভাড়াটে জানান, আজ ফোনে তার সঙ্গে কথা হলে জানায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বোমা রাখা বা বিস্ফোরনে কতটা হাত রয়েছে অভিযুক্তের তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাপের বাড়ির গ্রাম সবুজ পল্লীর বাসিন্দারা। তবে পুলিশ জানিয়েছে তারা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে। মহিলার বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্য দিকে সিআইডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে তদন্তে। আরও দুটি বোমা উদ্ধার করে তারা।