এই মুহূর্তে জেলা

তৃণমূলের সভার পরেই উত্তেজনা বালিতে, সিপিএমের সমর্থকের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর।

হাওড়া, ৪ মে:- বালির নিশ্চিন্দায় তৃণমূলের সভার পরই ছড়াল উত্তেজনা। জনৈক সিপিএম ‘সমর্থকে’র বাড়িতে ঢুকে হামলা ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রার্থী তাঁর বক্তব্যে এমন কিছু ব্যক্তি আক্রমণ করেন যার প্রতিবাদ জানান এলাকার মানুষ। এরপরই হামলা ও দোকান ভাঙচুর করা হয়। পুলিশ প্রশাসন এই নিয়ে ব্যবস্থা না নিলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় নিশ্চিন্দা এলাকায় দুর্গাপুর অভয়নগর ১ গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টোদিকে জনসভা ছিল তৃণমূল প্রার্থীর সমর্থনে। অভিযোগ, জনসভায় বক্তব্য রাখার সময়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেখানে সিপিএম প্রার্থী জিতবে বলে মন্তব্য করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ, কল্যাণবাবু সভা শেষ করে ফিরে যাবার পর কিছু দুষ্কৃতী সিপিএম ‘সমর্থক’ কৌশিক দত্তের বাড়িতে হামলার চেষ্টা করে। দুস্কৃতীরা ওই পরিবারের বাড়ি লাগোয়া টিনের ছাউনির নিচে কৌশিকের একটি অস্থায়ী দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরে স্থানীয় পঞ্চায়েত প্রধান এসে পরিস্থিতি সামাল দেন। যদিও হামলার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার কথা অস্বীকার করেন পঞ্চায়েত প্রধানও।

বরং তাঁর পাল্টা দাবি মদ্যপ অবস্থায় কৌশিক অশ্লীল ভাষায় যেভাবে তৃণমূলকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন তাতে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। তাঁরা ছিলেন বলেই তেমন কিছু ঘটেনি। এদিকে, গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিশ্চিন্দা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, সকাল পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। এদিকে, গতকাল রাতের ঘটনার পর আজ দুপুরে দুর্গাপুর অভয়নগর নিশ্চিন্দা সমবায় পল্লীর আক্রান্তের বাড়িতে আসেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বসুও আক্রান্তের বাড়িতে যান।