হুগলি ২ মে:- ওদের (বিজেপি) অনেক টাকা হয়ে গেছে, যে কোনও নিরপেক্ষ সংস্থাকে কিনতে চাইছে। বৃহস্পতিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে আয়োজিত বাঁশবেড়িয়ার সভায় এসে অভিযোগ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এ দিনের সভায় রচনার পাশাপাশি উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, আয়োজক শাখা সংগঠনের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্যরা। কুণাল ঘোষ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে চন্দ্রিমার মন্তব্য,
যা বলার রাজ্য নেতৃত্ব বলেছেন, তবে এটা বলতে পারি বড় সংসারে সকলের সঙ্গে মতের মিল নাও হতে পারে। তবে তাঁর দাবি, তৃণমূলে কোনও গোষ্ঠী নেই। ভোটের সময় প্রধানমন্ত্রীর রাজ্যে আসা প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, গত বিধানসভা নির্বাচনেও উনি বারবার এসে বলেছিলেন, দু’শোর বেশি আসন পাবেন। কিন্তু ৭৭-এ আটকে গিয়েছেন। এ বার ওঁরা কখনও বলছেন, ২৫, ৩০, আবার ৩৫ কিন্তু কখনও ৪২ এ ৪২ বলছেন না, তাই কিছু একটা তো আছেই। চন্দ্রিমার দাবি এ বার হুগলি কেন্দ্র পুনরুদ্ধার হবেই।