এই মুহূর্তে কলকাতা

এসএসসি তাদের বিরুদ্ধে আদালতে ওঠা অভিযোগ খারিজ করলো।

কলকাতা, ২৫ এপ্রিল:- স্কুল সার্ভিস কমিশন তাদের বিরুদ্ধে আদালতে ওঠা অসহযোগিতার অভিযোগ খারিজ করে দিয়েছে। এসএসসি আদালতকে যাবতীয় তথ্য সময়ে সময়ে জমা করেছে বলে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। তিনি দাবি করেন, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর নবম ও দশম মিলিয়ে ৭৭৫ জনের অনুমোদন প্রত্যাহার করার কথা হলফনামা দিয়ে আদালতকে জানিয়ে দেওয়া হয়। বাকি ৩৩ জনের ক্ষেত্রে প্রত্যাহার করা হয়নি। তিনি আরও জানান। ২০২৪-এর ৫ জানুয়ারি অন্য একটি হলফনামায় নবম-দশমে ১৮৩ জনের র‌্যাঙ্ক জাম্প হয়েছে বলে আদালতকে জানানো হয়।

একাদশ ও দ্বাদশে ৩৯ জনের র‌্যাঙ্ক জাম্প করার কথাও ওই সময় জানানো হয়। সব মিলিয়ে ৫৩০০ অযোগ্যদের তথ্য ও তালিকা আদালতকে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে নবম ও দশম মিলিয়ে ১৩০ জনকে ডেকে ইন্টারভিউ করিয়ে চাকরিও দেওয়া হয়েছে। ১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার কথাও কমিশন আদালতকে স্বতঃপ্রণোদিত ভাবে জানিয়েছে বলে সিদ্ধার্থ বাবু দাবি করেন।