হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার মধ্যে সব থেকে হুগলি লোকসভা বেশি ভোটে জিতবে তৃণমূল। এদিন সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন সিঙ্গুরের বৈঠক শেষে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নাম না করে অভিষেক বলেন উনি প্রাক্তন সাংসদ এর প্যাড ছাপিয়ে রাখুন উনি ভোটের ফল বেরোনোর পর প্রাক্তন হবেন। এছাড়াও আরো বলেন বিজেপি ভোটের আগে বিরোধীদের এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে আটকাতে চাইছে কিন্তু মানুষ ভোটে জবাব দেবে।
আর এনআইএ এজেন্সির বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টেও যাবো।গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, আর সেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গনতন্ত্রকে হত্যা করছে বিজেপি। সিঙ্গুর থেকেই সরব অভিষেক। তিনি বলেন কিছু বিচারপতি এখনো আছেন যাদের জন্য বিচারব্যবস্থার প্রতি মানুষের ভরসা আছে। আর গতকাল রাজ্যপাল আমাদের কথার সাথে সহমত হয়েছেন আমরা আবার রাজভবন যাবো।