কলকাতা, ৫ মার্চ:- সাধারণ মানুষের মুখে একমুঠো খাওয়ার তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে এবার রাস্তায় কামারহাটি বিধানসভার উন্নয়ন ক্লাব।আগামী ১১ই মার্চ থেকে শুরু হবে এই মহান কাজ।নাম দেওয়া হয়েছে “উন্নয়নী কিচেন”।যেখান থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের খাওয়ার পাবেন সাধারণ মানুষ।তবে এর জন্য আগেরদিন বিকেলে উন্নয়ন ক্লাব থেকে সংগ্রহ করতে হবে কুপন।পরের দিন দুপুর ১২ টায় সংগ্রহ করতে হবে খাওয়ার। প্রতিদিনের মেন্যুতে থাকবে তিন রকমের খাওয়ার। কামারহাটি বিধানসভার যুব নেতা সন্দীপ দাসের তত্ত্বাবধানে শুরু হতে চলেছে এই মহান কাজ।
সন্দীপ জানান ” কামারহাটির অভিভাবক মদন মিত্র এবং সোম দার ইচ্ছেতেই এই কাজ করার কথা ভেবেছি। আসা করছি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আশীর্বাদে সঠিক ভাবে মানুষের সেবা করতে পারব।”। আপাতত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রতিদিন ১৫০ জনের খাওয়ার তৈরি হবে। ধীরেধীরে সেই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে উন্নয়ন ক্লাবের। কলকাতায় একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত “মা” ক্যান্টিন থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে খাওয়ার খান সাধারণ মানুষ। এবার কামারহাটির ক্ষেত্রেও এই একই ছবি দেখা যাবে।