এই মুহূর্তে জেলা

শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের শেষ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু সকাল দশটায়, তার আগেই পরীক্ষা কেন্দ্র গুলোতে সময়মত প্রবেশ করছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৪৩,৬১৪ জন। ছাত্র ২০,১০৩ ছাত্রী ২৩,৫১১ জন। ১২০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাধ্যমিকের মতই উচ্চমাধ্যমিকে, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, মোবাইলের মত ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় রিষড়া বিদ্যাপীঠ ইউনিট ২ এর এক ছাত্র। তার সিট পরেছে কোন্নগর হাইস্কুলে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দেখে ব্যাগে অ্যাডমিট নেই। কোন্নগর পৌরসভার কর্মী পরেশ পোরেল সেখানেই ছিলেন। তিনি তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে নিয়ে গিয়ে রিষড়া প্রভাস নগর ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ছাত্র।