এই মুহূর্তে জেলা

সরস্বতী পুজোয় সম্প্রীতির মেলবন্ধন বৈদ্যবাটি কাজীপাড়ায়।

হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- বুধবার সকালে হিন্দু মুসলিম দুই সম্প্রদায় মিলে বাগদেবীর আরাধনায় ব্রতি হল। বৈদ্যবাটির কাজীপাড়ায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় প্রথম বার্ষিক সরস্বতী পূজায় এই মেলবন্ধন দেখা গেল। এলাকার হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলে আজকের মা সরস্বতী বন্দনায় ভর্তি হয়েছিল। সকাল থেকেই এই উপলক্ষে কাজীপাড়া সংলগ্ন এলাকায় একটা উৎসবের মেজাজ ছিল, আজ এখানে পুস্পঞ্জলিরর সঙ্গে অনুষ্ঠিত হয় হাতে খড়ির, এরই সঙ্গে সঙ্গে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী খাতা পেন পেন্সিল বই ব্যাগ তুলে দেওয়া সহ অন্যান্য সামাজিক কাজ আজকের এই পূজা মন্ডপ থেকে করা হয়।

এদিনের পুজো উপলক্ষে প্রিয় মন্ডপে উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন পৌরপ্রধান পিন্টু মাহাতো উপ পৌর প্রধান শান্তনু দত্ত, প্রধান পরিষদ সুবীর ঘোষ সহ এলাকার বহু বিশিষ্ট মানুষজন এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী আজকে। আজকের সরস্বতীর বন্দনায় আজ কোন জাতি ধর্মভেদ বলে কিছু নেই সবাই মায়ের সন্তান, সবাইকে মা বিদ্যা বুদ্ধি দিয়ে আশীর্বাদ করেন, তেমনি আজকের এই কাজীপাড়ার “আমরা সবাই সংগঠন যে মহৎ উদ্যোগ নিলেন তা প্রশংসা করার ছোট করা উচিত নয়,কারণ এই পৃথিবীতে আমরা সবাই মানুষ এখানে কোন ভেদাভেদ নেই মায়ের আশীর্বাদ পেয়ে যদি আমরা সমাজের কল্যাণের পথে এগিয়ে যাই তবে সেটাই হবে সরস্বতী পূজার আসল সার্থকতা।