হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- মোদী সরকারেই আস্থা প্রকাশ করলেন কাশীর শঙ্করাচার্য নরেন্দ্রনন্দ সরস্বতী। কুম্ভমেলা উপলক্ষে ত্রিবেণীতে এসেছেন তিনি। মঙ্গলবার ‘শাহি-স্নানে’র পর সাংবাদিকদের মুখোমুখি হন রাম মন্দির উদ্বোধনে যাওয়া এই শঙ্করাচার্য। লোকসভা নির্বাচনে পর কার ক্ষমতায় আসা উচিত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি রাজনীতির সাথে যুক্ত নই।
তবে, এটা বলতে পারি চলতি সরকারের আমলে উন্নয়ন হয়েছে। কিন্তু আগের সরকারের আমলে পার্লামেন্টে হামলা হয়েছে, হোটেলে হামলা হয়েছে!” তাঁর সংযোজন, “চলতি সরকার দেশের ১৪০ কোটি মানুষকে করোনার টিকা দিয়েছে৷ ৮০ কোটি মানুষকে রেশন দিচ্ছে। বিকাশ হচ্ছে।” তাই মোদী সরকারের পুণরায় আসা উচিত বলে তিনি মনে করেন।