হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বিনাপানি সংঘের এ বছরের থিম এটিএম মেশিনে মাধ্যমে বাগদেবীর আরাধনা। সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যেই ১ টাকা ফেললে অপরদিকে তার পাশেই রয়েছে এটিএম মেশিন সেখানে কার্ড ঢোকালেই বেরিয়ে আসবে সেই কয়েন, আর সেই কয়েন আবারো এটিএম মেশিনে ঢোকালে এটিএম মেশিনের মধ্য দিয়ে বেরোবে চকলেট।
এবং এটিএমে স্ক্রিনের মধ্যে রাখা হয়েছে বাগদেবীকে।তবে শুধু চেয়ে এই ব্যাঙ্ক এবং এটিএম তা কিন্তু নয় এই পুরো থিমটির মধ্যে রয়েছে হয়েছে সমাজ ব্যবস্থা অর্থাৎ বাড়ি-ঘর রাস্তাঘাট ট্রাফিক কন্ট্রোল সবকিছুই। মহিলা পরিচালিত এই সংঘের এই অত্যাধুনিক থিম দেখে হতবাক হচ্ছেন অনেকেই। এক সদস্য জানান আমরা প্রত্যেক বছরই নতুন নতুন থিম করে থাকি এ বছর এটা মাথায় এলো তাই এমনটা করলাম একটা সমাজব্যবস্থায় যা যা থাকা দরকার সবকিছুই আছে এখানে আর তার পাশাপাশি রয়েছে এই বিনাপানী ব্যাঙ্ক ও এ টি এম।