হাওড়া, ১৩ জানুয়ারি:- হাওড়ার শিবপুরের ফোরশোর রোড এলাকায় এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ফুচকা বিক্রেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ফুচকা বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে শনিবার দুপুরে হাওড়া জেলা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালত সূত্রের খবর, ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে।
ধৃতের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তের বাড়ির লোকের অভিযোগ অবৈধভাবে ফাঁসানো হয়েছে। তবে অভিযোগকারীর বাড়ির লোক এই ঘটনায় মুখ খুলতে রাজি হননি।