এই মুহূর্তে

শুরু হলো ৩২ তম জমজমাট রিষড়া মেলা।

তরুণ মুখোপাধ্যায়, ৬ জানুয়ারি:- রিষড়া বাসীর আবেগের মেলা ৩২ তম রিষরা মেলার উদ্বোধন হলো শনিবার বিকালে। বহু প্রতীক্ষিত এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এখানকার সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষেরা। শুধু রিষড়া বাসী নয়, জেলার অন্যতম বৃহৎ এই মেলা আকর্ষণের কেন্দ্রবিন্দু সমগ্র জেলাবাসীর কাছে, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাগালভী, রিষরা পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র, উপপুরপ্রধান জাহিদ হাসান খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছয় থেকে ১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত রিষরা মেলায়, মৈত্রী পথের বিশাল এলাকায় জুড়ে প্রায় সাড়ে তিনশোর উপর স্টল দেওয়া হয়েছে।জামা কাপড়, ঘর সাজাবার জিনিসপত্র, থেকে শুরু করে নুতন নুতন বইয়ের সম্ভার এবং আধুনিক ইলেকট্রনিক্স জিনিসের পশরা নিয়ে হাজির হয়েছেন মেলায় আগত ব্যবসায়ীরা। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলায় বিভিন্ন নামি দামি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন সাংস্কৃতিক মঞ্চে।

মেলা প্রসঙ্গে রিষরা পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র জানান এত বছর ধরে এই মেলা হয়ে আসছে, রিষড়াবাসীর কাছে এই মেলা প্রাণের মেলা, মিলন মেলা। সারাবছর রিষরা সহ আশপাশের এলাকার মানুষের এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন, এখানকার সাংস্কৃতিক মঞ্চে শুধু বাংলার নয়, মুম্বাইয়ের বিখ্যাত শিল্পীরা এসে সংগীত পরিবেশন করেন। এবছরও তার ব্যতিক্রম হচ্ছেনা। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা অবধি নানা স্বাদের নানা ভাষার গানের ডালি নিয়ে হাজির হচ্ছেন স্থানীয় শিল্পীরা, সঙ্গে প্রতিদিন থাকছে কবিতার আসর, কাওয়ালী।মুসাইরার ডালি নিয়ে হাজির থাকবেন উচ্চাঙ্গ সংগীতের শিল্পীরা।আমাদের রিষরা বাসীর কাছে আবেদন যে আপনারা প্রতিদিন মেলায় আসুন এসে উৎসবের আনন্দ উপভোগ করুন। এদিকে রিষরা মেলা উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষরা থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মেলা জুড়ে বসেছে সিসিটিভি এবং থাকছেন বিরাট পুলিশ বাহিনী এবং বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরা। সব মিলিয়ে এই ১২ দিন ধরে উৎসবমুখর হয়ে থাকবে মৈত্রী পথের রিষরা মেলা।