হাওড়া, ২ জানুয়ারি:- কেন্দ্রের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে ট্রাক চালকদের অবরোধে বছরের শেষ দিন ধুন্ধুমার বেঁধেছিল ডানকুনিতে জাতীয় সড়কে। একই ইস্যুতে এবার অবরোধ হাওড়ায়।
কেন্দ্রের কালা আইনের প্রতিবাদে এদিন হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের আলমপুর মোড়ে ট্রাক চালকরা অবরোধ করেন। ঘটনাস্থলে সাঁকরাইল ও ডোমজুড় থানার পুলিশ। আধঘন্টার অবরোধে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।