এই মুহূর্তে জেলা

চন্দননগরের জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রায় এবার ৬২টি পুজো কমিটি।

হুগলি, ২৩ নভেম্বর:- সকাল থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলছে জগদ্ধাত্রী নিরঞ্জন।চন্দননগর রানী ঘাটে নিরঞ্জন পর্বে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। ড্রোনে নজরদারীর পাশাপাশি জলপথে স্পিড বোট নিয়েও বিপর্যয় মোকাবিলা বাহিনী নজর রাখছে।ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ হলে শুরু হবে শোভাযাত্রা। এবার ৬২ টি জগদ্ধাত্রী পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নিচ্ছে। চন্দননগরের আলোক সজ্জা জগৎ বিখ্যাত। শোভাযাত্রায় সেই আলো দেখতে ভীর জমিয়েছেন বহু মানুষ।