হাওড়া, ১৩ নভেম্বর:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠেও শ্যামামায়ের আরাধনা করা হয়েছে। জানা যায়, স্বামীজী বেলুড় মঠ তৈরির পরে সেখানে শুরু হয় কালীপুজো। এরপর থেকেই চলে আসছে বেলুড় মঠের শ্যামাপূজা। বছরে ৪ বার কালীপুজো হয়ে থাকে। এই চারদিন হলো ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি এবং দীপান্বিতা অমাবস্যা। এরমধ্যে ফলহারিনী কালীপুজো, রামকৃষ্ণদেবের জন্মতিথি এবং স্বামীজীর জন্মতিথিতে ঠাকুরের মূর্তিতে পুজো হয়ে থাকে। দীপান্বিতা অমাবস্যায় হয় শ্যামা কালীর মূর্তিতে পূজা। সারারাত ধরে এখানে চলে এই পুজো। চিরাচরিত প্রথা মেনে ভাবগম্ভীর পরিবেশে এখানে হয়ে থাকে শ্যামা পুজো।
এই পুজো উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। বহু দূর-দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। সারারাত ধরে চলবে বেলুড় মঠের এই পুজো। তবে রাত দশটার পরে মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করতে পারেন না। বেলুড় মঠে এদিন সন্ধ্যায় আরতি হয়। দীপাবলী উপলক্ষে সাজিয়ে তোলা হয় বেলুড় মঠ। বেলুড় মঠ চত্বির প্রদীপ দিয়ে সাজানো হয়। শুধুমাত্র ভক্তরাই নয়, বহু দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এখানকার পূজা দর্শন করতে। তাদের নিরাপত্তার জন্য বেলুড় মঠ চত্বরে রয়েছে পুলিশের টহলদারি। দর্শনার্থীদের যাতে পুজো দর্শনে কোনও অসুবিধে না হয় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বেলুড় মঠ এর পক্ষ থেকে জানানো হয়েছে।