কলকাতা, ২৭ অক্টোবর:- এযাবত কালের মধ্যে সত্যিকারের মেগা পুজো কার্নিভালের স্বাক্ষী থাকল কলকাতা। কোনো কার্ড, পাশ, আমন্ত্রণ পত্র ছাড়াই কার্নিভালের দরজা সকলের জন্য খুলে দিয়ে ‘মুড সেট’ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত শুক্রবার দুপুর গড়াতেই রেড রোডে মানুষের ভিড় উপচে পড়ে। প্রতিবারের মত ১৫ -১৬ হাজার নয়, পঞ্চাশ হাজারের বেশি মানুষের বসার আয়োজন করা হয়েছিল। তিনটে বাজার আগে থেকেই সব আসন কানায় কানায় ভরে যায়। রাস্তায় বসে-দাঁড়িয়ে অপেক্ষা শুরু করেন মানুষ। সাড়ে তিনটে নাগাদ রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছিলেন গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। তার পরের দিনই তিনি গিয়েছিলেন কলকাতার এসএএসকেএম- হাসপাতালে। তাঁর পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার চিকিৎসা হয়। ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজো কাটবে তাঁর বাড়িতে বসেই। একদম ২৭ তারিখ কলকাতার রেড রোডের কার্নিভালে সবার সঙ্গে তাঁর দেখা হবে।
সেই মতো শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ির বাইরে পা রাখলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আজানিয়া ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এদিন মুখ্যমন্ত্রী আসেন রেড রোডে। সেখানে বসেই তিনি দেখেন কার্নিভাল।এদিন রেড রোডের কার্নিভালে মোট ৯৬টি পুজো অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালে বিশেষ আকর্ষণ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীদের নাচ। যে গানটির সঙ্গে ডোনা এবং তাঁর সহশিল্পীরা নাচলেন, সেটি লিখেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন মনোময় ভট্টাচার্য। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হয় রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রেখেছিল পুলিশ। প্রতিবারের মত মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা ছিল, ছিল কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হয় রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে আগাগোড়া নজর রেখেছে পুলিশ। এদিনের অনুষ্ঠানে বাংলার শাসকদলের নেতামন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, বাবুল সুপ্রিয়, রাজ সহ অনেকেই।