এই মুহূর্তে জেলা

একদিকে মা উমা যখন কৈলাসে পাড়ি দিচ্ছেন, অন্যদিকে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজার সূচনা।

হুগলি, ২৪ অক্টোবর:- হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কাঠামো পুজোর মধ্যে দিয়ে কার্তিক পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল।ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টিরও বেশি কার্তিক পুজো হয়। নামে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় বাঁশবেড়িয়ায়। কলকাতার দুর্গাপুজো বা বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি পান্ডুয়ার কালীপুজো, এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই বাঁশবেড়িয়ার কার্তিক পূজার সুনাম রয়েছে।

আজ বেশ কিছু বাড়োয়াড়ি পুজো কমিটির কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। কুণ্ডুগুলি নব ভারতীর সংঘের নটরাজ পুজো এ বছর ৭০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে আজ কাঠামো পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা হলো। প্রতি বারের মতো এবারও থাকছে তাদের বিশেষ চমক, মোট বাজেট ১০ লাখ টাকা এমনটাই বললেন এক পুজো কমিটির সদস্যে।