এই মুহূর্তে জেলা

চন্দনের সহায়তায় হুগলিতে উদ্ধার বিষাক্ত কালাচ।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- জেলা জুড়ে উপদ্রব বাড়ছে সাপের। বর্তমান সময়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে কালাচ সাপের উপদ্রব বেড়েই চলেছে। তাতেই আতঙ্কিত ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কালাচ সাপ। এশিয়ার বিষধর সাপের মধ্যে এটি অন্যতম। গতকাল সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর সহায়তায় বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডের একটি সাড়ে তিন ফুটের পুরুষ কালাচ সাপ উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দারা জানান একটি মিষ্টি দোকানে ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। তারপর সর্বপ্রেমী সহায়তায় সাপটি উদ্ধার হয়। চন্দন বাবু জানান এই সাপের ভেনাম থেকে বর্তমানে বিভিন্ন মেডিসিনাল ভ্যালুর আছে। তাই এদের বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। স্থানীয় মানুষজন সাপটিকে না মেরে আমায় খবর দেওয়াতে সাপটিকে উদ্ধার করে তাকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দেওয়া হবে।