এই মুহূর্তে জেলা

চাকরির নামে প্রতারণা, হুগলি জেলাশাসকের সঙ্গে দেখা করলেন চাকরি প্রার্থীরা

হুগলি, ২৮ আগস্ট:- চাকরির নামে প্রতারণার শিকার। ১০ জন চাকরি প্রার্থী বেলা তিনটেয় চুঁচুড়ায় হুগলি জেলাশাসকের সঙ্গে দেখা করলেন তারা। ঘটনা প্রসঙ্গে জানা যায় মগরা থানার অন্তর্গত কুন্তীঘাট এলাকায় একটি বেসরকারি সংস্থায় জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করেন ৯ জন তরুনী ও একজন তরুন। প্রতিজন কার কাছ থেকেই এক হাজার টাকা করে নেওয়া হয় এই আবেদন পত্র পূরণ করার জন্য। পরে ওই ১০ জন চাকরিপ্রার্থীকেই জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট পদের চাকরির জন্য পাঠানো হয় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। তবে তারা সকলেই সেখানে গিয়ে জানতে পারেন জিডিএর জন্য কোনো শুন্য পদ নেই। এর পরেই তাদেরকে দিয়ে হাউসকিপিং এর কাজ করানো হয়।

পরে ওই চাকরিপ্রার্থীরা তারা কুন্তীঘাটের ওই সংস্থায় ফোন করলে সংস্থার পক্ষ থেকে ফোন ধরাই হয়নি। এরপরই তারা ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং জানাই তারা এ কাজ করবে না ফিরে যাবে। তারপরেই তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এমনটাই অভিযোগ ওই চাকরিপ্রার্থীদের। এরপরেই ওই ১০ টি পরিবার দিশেহারা হয়ে পড়ে তাদের সন্তানদের কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে। বিভিন্ন মাধ্যমের সঙ্গে তারা যোগাযোগ করে। অবশেষে গতকাল তারা চেন্নাই থেকে বাড়ি ফিরে আসে। এরপরেই দশ জন চাকরিপ্রার্থী ও তাদের পরিবার আজ চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরে এসে জেলা শাসকের সঙ্গে দেখা করে ওই সংস্থার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।