এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে ঘাট সংস্কারের কাজ শুরু, পরিদর্শনে পুরপ্রধান।

হুগলি, ২২ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রাজবংশী পাড়ার ঘাট ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় আট থেকে দশটি বাড়ি। বার বার বিধায়ক, বৈদ্যবাটির পুরপ্রধানকে জানানো হয়েছে। সেচ দপ্তর থেকে একাধিকবার ঘাট পরিদর্শনে এসেছে কিন্তু তাতেও কোন লাভ হয়নি। অবশেষে শুরু হল ঘাট বাঁধনের কাজ। বাঁশ পুতে চলছে গঙ্গা ঘাট বাঁধন। ঘাটের কাজ ঘুরে দেখলেন পুরপ্রধান পিন্টু মাহাতো।

দুদিন যাবত ঘাটের কাজ শুরু হয়েছে গঙ্গার মধ্যে বাঁশপুতে বাঁধন রোধের কাজ চলছে। যদিও এটাই কতটা কাজ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সামনে ভরা কোটাল এর আগে এরকম অস্থায়ীভাবে কাজে, কতটা লাভ হবে তা নিয়ে যথেষ্ট সংশয়ে আছেন। একপ্রকার আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।