হুগলি, ২০ আগস্ট:- প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ জীবন মৈত্রের বাড়িতে ফের চুরির ঘটনা ঘটল। এই নিয়ে জীবন বাবু প্রয়াত হওয়ার পর তিনবার চুরি হল। চুঁচুড়ার কোদালিয়ায় জীবনবাবুর বাড়িতে শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। সোনা ও নগদ টাকা নিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খোওয়া গিয়েছে। বর্তমানে ওই বাড়ির মালিক জীবনবাবুর মেয়র সহেলী।
ঘটনার সময় সোহেলী বাড়িতে ছিল না। ছিলেন শুধু এক নিরাপত্তা কর্মী। ওই কর্মীর কোথায় তিনি ঘটনার সময় জরুরী প্রয়োজনে বাড়িতে গিয়েছিলেন। ঘরে এসে দেখেন তালা ভাঙা। সহেলীর সন্দেহের তীর নিরাপত্তা কর্মীর দিকে। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।