হুগলি, ১৯ আগস্ট:- শ্রীরামপুর তথা মাহেশের রূপকার প্রয়াত পুরপ্রধান কেষ্ঠ মুখার্জীর ৮২ তম জন্ম দিবস পালন করা হলো শ্রীরামপুর নেহরু নগর কলোনিতে। এদিন প্রয়াত কেষ্ট মুখার্জির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং সারাদিনব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান” আজ শ্রীরামপুরে প্রাক্তন পৌরপ্রধান তথা শিরামপুরের রূপকার কেষ্ট মুখার্জির এর জন্মদিন।
তিনি তার কর্মের মধ্য দিয়ে আজ সবার মাঝে জীবিত আছেন। শ্রীরামপুর শহরে তার অবদান অনস্বীকার্য। শ্রীরামপুর দমকল বিভাগ, জেটিঘাট, নেহরু নগর কলোনি, হকারদের জন্য তার অবদান সত্যিই ভোলার মত নয়। আমরা মনে করি আগামী দিনের তার চিন্তাধারায় আমরা এগিয়ে যাব।”