এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতে হিংসা নিয়ে মোদির অভিযোগের জবাবে নোটবন্দির প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ মমতার।

কলকাতা, ১২ আগস্ট:- রাজ্যে পঞ্চায়েত ভোট ওপরিবর্তী পর্যায়ে হিংসার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদীর তোলা অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাফেল চুক্তি কেলেঙ্কারি থেকে নোটবন্দির প্রসঙ্গ টেনে তাঁকে পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেন প্রধানমন্ত্রী মুখে দেশবাসীর স্বার্থরক্ষার কথা বলেন, আর কাজে সেটাই করেন যাতে বিজেপির স্বার্থ উপকৃত হয়।

বিজেপি দেশের স্বার্থে কোনও কাজ করে না বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। অন্যকে জ্ঞান প্রধানমন্ত্রীকে নিজের ঘর সামলানোর তিনি পরামর্শ দেন। নিজের বক্তৃতায় এদিন টিম ইন্ডিয়ার প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বিজেপির সময়ে সারা দেশের মানুষ দুর্ভোগে রয়েছেন। তাঁদের রক্ষা করতে টিম ইন্ডিয়া তৈরি হয়েছে। আর তাতেই বিভ্রান্ত হয়ে নিজেদের কুকর্ম ঢাকতে নজর ঘোরাতে মিথ্যে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী।