এই মুহূর্তে জেলা

নিমাইতীর্থ ঘাটে রেলিং বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বিক্ষোভ চরমে।

প্রদীপ বসু, ৫ আগস্ট:- শনিবার নিমাই তীর্থ গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোহার রেলিং বসানো নিয়ে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের চরম বিক্ষোভ। ঐতিহাসিক হুগলির বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম চলছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রেলিং বসানোটা একেবারেই অযৌক্তিক। কারণ তারা বছরে এই শ্রাবণী মেলা সময়টুকু বিভিন্ন পসরা নিয়ে দোকান করেন। এই রেলিং লাগানোর ফলে তাদের ব্যবসায় যেমন সমস্যা সৃষ্টি হয়েছে তেমনিভাবেই জল যাত্রীদের চরম অসুবিধা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।