কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যপাল বন্দিমুক্তি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর না করায় স্বাধীনতা দিবসে প্রথামাফিক বন্দি মুক্তির কর্মসূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে রাজ্য কারা দফতর সূত্রে জানা গেছে। কারাদণ্ডের মেয়াদ, বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে প্রতিবছর স্বাধীনতা দিবসে বিভিন্ন সংশোধনগারের কিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবারেও সেই মর্মে একটি তালিকা তৈরি করে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত রাজ্যপাল ওই ফাইলে সই না করায় প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ এক্ষেত্রে রাজভবনের অনুমতি জরুরি। সূত্রের খবর, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিংবা নির্দিষ্ট সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকেই কিছু বন্দিকে শনাক্ত করে বন্দি মুক্তি কমিটি। আচার-আচরণের আমূল পরিবর্তনের পাশাপাশি বন্দিদের একাংশের বয়স, শারীরিক অসুস্থতার বিষয়টিও মানবিকতার সঙ্গে বিচার করা হয়।
তারই ভিত্তিতে তালিকা তৈরি করে এবং যে-আদালত সংশ্লিষ্ট বন্দিকে সাজা দিয়েছে, সেখান থেকে অনুমতি মিললে তবেই তার নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়। এরপরই সেই তালিকা পাঠানো হয় রাজভবনে। নবান্ন থেকে পাঠানো বন্দিদের সেই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল। সেই কারণেই তিনি ফাইল আটকে রেখেছেন। এর ফলে বন্দিমুক্তির পুরো প্রক্রিয়াটি ঝুলে রয়েছে। স্বাধীনতা দিবসের আর হাতে গোণা কয়েকদিন বাকি। রাজ্যপাল অনুমোদন দেওয়ার পর পদ্ধতিগত কিছু কাজকর্ম মিটিয়ে তবেই স্বাধীনতা দিবসের প্রাক মূহুর্তে বন্দিদের মুক্তি দেওয়া সম্ভব হয়। এবার শেষ মূহুর্তে রাজ্যপাল তালিকায় অনুমোদন দিলেও আদৌ স্বাধীনতা দিবসের আগে সেই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সে ক্ষেত্রে রাজ্যপালের সৌজন্যে এবার চিরাচরিত প্রথা মাফিক স্বাধীনতা দিবসে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবেন না রাজ্যের বন্দিরা।