এই মুহূর্তে কলকাতা

আগামী লোকসভা ভোটে দিল্লি দখল করবে বিরোধীরাই, নবান্নে মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩ আগস্ট:- বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষের ছলে সত্যি কথা বলে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ আগামী লোকসভা ভোটে দিল্লি দখল করবে বিরোধীরাই। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে অমিত শাহের কটাক্ষ প্রসঙ্গে প্রশ্ন করেন। কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন দেশের দিকে না তাকিয়ে বিরোধী জোটের উচিত দিল্লির কথা ভাবা। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কটাক্ষের ছলে উনি ঠিকই বলেছেন। কারণ আগামী ভোটে বিরোধীরাই জিতবে। কারন দিল্লিই দেশের রাজধানী। বিরোধীদের জোট শুধু দিল্লি নয় গোটা দেশেই জিতবে। কারণ দেশকে বিপর্যয়, সাম্প্রদায়িক অশান্তি, বেকারির মত সমস্যার হাত থেকে রক্ষা করতে এই জোট তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোটের বর্তমানে অস্তিত্ব নেই। পুরনো সঙ্গীরা ওই জোট ছেড়ে চলে গেছে। অন্য দিকে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, আগামী লোকসভা ভোটে জেতার জন্য বিজেপি এখন থেকে বৈদ্যুতিন ভোট যন্ত্র হ্যাকিং থেকে শুরু করে নানা কৌশল নিচ্ছে। হার কিছু প্রমাণ তাঁরা পেয়েছেন। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ইলেকট্রনিক মেশিন এখন থেকেই হ্যাক করার চেষ্টা করছে।

আমাদের কাছে ও কিছু তথ্য এসেছে। ইন্ডিয়া জোট এর বৈঠক হোক। ওখানে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে”। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওদের অভিধান সংবিধানের নয়, সন্ত্রাসের। ওরা হিংসার আশ্রয় নেবে। রং হিসাবে আমরা যে গেরুয়া অপছন্দ করি, তা কিন্তু নয়। আমার খুব আশ্চর্য লাগে গতকাল আমি আসছিলাম আলিপুরের ডিজি হেড কোয়ার্টারে অফিস থেকে। তার বিপরীতে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানে দেখলাম দুটি মেয়ে গেরুয়া পোশাক পড়ে দাঁড়িয়ে আছে। তখন আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম তোমরা পুলিশে কবে গেরুয়া পোশাক শুরু করলে। তখন পুলিশ জানাল, এটা পুলিশের নয়, সব পেট্রোল পাম্পে এই পোশাক পরার জন্য নির্দেশিকা গেছে। বাইপাসের ধায়ে সব মেট্রো স্টেশন দেখুন, সব গেরুয়া করে দিয়েছে। শুধু গেরুয়া করার প্ল্যান। সারা দেশে যদি গেরুয়া রং হয়ে যায়, তখন অন্য রং কোথায় যাবে। আর গেরুয়া রং পবিত্র রং। এটাকে নিয়ে যদি ওরা অত্যাচারের প্রতীক হিসাবে গ্রহণ করে তাহলে মানুষ তা গ্রহণ করবে না।”