এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী।


কলকাতা, ২ আগস্ট:- রাজ্যকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিবও। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৩-২৪-র বাজেট যদি দেখেন, সব রাজ্যকে হিসেব দিয়েছে সংসদের প্রশ্নে, আর বাংলাকে দিয়েছে শূন্য। একশো দিনের কাজে এক পয়সা দেয়নি। যদি উত্তরপ্রদেশ পায়, যদি রাজস্থান পায়, যদি মধ্যপ্রদেশ পায়,যদি হরিয়ানা পায়, তাহলে বাংলা কেন পাবে না? বাংলা কি ছাগলের তৃতীয় ছানা? মানুষের ঘর, বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওরা একা টাকা দেয় না, ৬০-৪০ আছে।

৪০ আমাদেরও দিতে হয়। আর ৬০ শতাংশ যেটা দেয়, সেটা আমাদের এখান থেকে জিএসটি তুলে নিয়ে যায়, তার থেকে ভাগ দেয়। পরিবর্তে আমরা যে টাকাটা পাই, সেটা কিন্তু আমাদের দিচ্ছে না’। মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আগামী ৬ই আগস্ট রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে। ঐদিন সমস্ত ব্লক সদরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাশাপাশি আদিবাসী দলিত সহ পিছিয়ে পড়া মানুষদের ওপরে নিপীড়নের প্রতিবাদে ধর্না কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল মিটিংও করা হবে দলের তরফে।