হাওড়া, ২৫ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার সকালে পোড়া মঙ্গলাহাটে আসেন তিনি। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এই হাট ব্যবসায়ীদের এখানে রেখেই পুনর্বাসন দিতে হবে। এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
মুখ্যমন্ত্রী বালি মাফিয়া থেকে চোর-জোচ্চোর শুরু করে প্রমোটারদের জন্য। বাকি মানুষের স্বার্থ তিনি দেখেন না। মমতা যে কমিটি তৈরি করেন তা লুটেরাদের বাঁচানোর জন্য। সিআইডি, ইবি সহ রাজ্য এবং কেন্দ্রীয় এজেন্সিরা এরা আসলে তথ্যকে গোপন করার জন্য, সঠিক তদন্ত করলে অনেক সত্য বেরিয়ে আসত। এদিন সেলিম CITU এর হাওড়া হকার্স সমিতির আয়োজনে এক পথসভাতেও বক্তব্য রাখেন।