এই মুহূর্তে জেলা

জয়পুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, আজই রিপোর্ট দেবেন নাড্ডার হাতে।

হাওড়া, ২৪ জুলাই:- নির্বাচন পরবর্তী সময়ে হাওড়া আমতার জয়পুরে বিজেপি কর্মীদের বাড়ি এবং দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় আক্রান্ত পার্টি কর্মীদের বাড়ি ঘুরে গেলেন বিজেপির পাঁচ সদস্যের অনুসন্ধানকারী দল। আজ দুপুরে তারা আসেন হাওড়ার আমতায়। ওই পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে ছিলেন বিনোদ সোনকর।

তিনি এদিন কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আজ রাতেই তাঁরা দিল্লিতে ফিরবেন। এরপর জেপি নাড্ডার কাছে সমস্ত রিপোর্ট তাঁরা তুলে ধরবেন। এর পাশাপাশি তাঁরা তপশিলি কমিশনের কাছেও এই রিপোর্ট তুলে ধরবেন বলে জানা গেছে। আমতার জয়পুরে গ্রামে এসে তাঁরা এদিন আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান। তাদের সঙ্গে কথা বলেন। ঘটনার বিবরণ নথিভুক্ত করেন।