এই মুহূর্তে জেলা

২১ এর সমাবেশে যোগ দিতে দূরবর্তী জেলা থেকে আসছেন কর্মী সমর্থকেরা।

হাওড়া, ১৯ জুলাই:- শুক্রবার ২১ জুলাই, শহীদ দিবস। দূরবর্তী জেলা থেকে আসছেন কর্মী সমর্থকেরা। সমাবেশের কাউন্টডাউন শুরু। আগামী ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে ইতিমধ্যেই কর্মীরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন।

আগত দলীয় সদস্য ও সমর্থকদের হাওড়া স্টেশনে অভ্যর্থনা জানান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, উত্তর হাওড়ার ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল ও উত্তর হাওড়া আইএনটিটিইউসি’র সভাপতি অরবিন্দ দাস।