হুগলি, ১৮ জুলাই:- পঞ্চায়েত ভোটের নামে হয়েছে প্রহসন, চাই পুনর্নির্বাচন। এই দাবিতে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ বিজেপির। হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ চলে। তুষার মজুমদার অভিযোগ করেন, গতকাল পান্ডুয়া গণনা কেন্দ্রের ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়।
এ থেকেই বোঝা যায় যে ভোট গণনা কিরকম হয়েছে। প্রহসন হয়েছে ভোট গণনা একই রকম ভাবে প্রহসনে পরিণত করেছে শাসক দল। গণতন্ত্রের নামে ছিনিমিনি খেলা চলতে পারেনা।তাই আবারো ভোট করার দাবী জানাচ্ছে বিজেপি।