এই মুহূর্তে কলকাতা

স্পর্শকাতর বুথের তালিকা দিলেও বুথের অবস্থান না জানানোয় বাহিনী পাঠানো সম্ভব হয়নি, অভিযোগ বিএসএফের ডিআইজির।

কলকাতা, ৯ জুলাই:- রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা না পাওয়ার কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের ডি আই জি, সুরজিৎ সিং গুলেরিয়া বলেন, গতকাল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও অন্য ২৫ রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী মিলিয়ে ৫৯ হাজার জওয়ানকে মোতায়েন করা হয়েছিল।

যেখানে এইসব জওয়ানেরা মোতায়েন ছিলেন সেখানে, মসৃণ ভাবে ভোট গ্রহণ হয়েছে, কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু বারবার চিঠি দেওয়া সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শ কাতর বুথের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে তার অভিযোগ। স্পর্শ কাতর বুথের তালিকা দিলেও রাজ্য নির্বাচন কমিশন বুথের অবস্থান না জানানোয় সেই সব জায়গায় বাহিনীকে পাঠানো যায়নি বলে বিএসএফের ডিআইজি অভিযোগ করেছেন।