হুগলি, ৮ জুলাই:- ভোট শুরুর আগেই গুলি চললো আরামবাগে। আরামবাগের সাতমাসা এলাকায় নির্দল প্রার্থীর এজেন্ট কে লক্ষ করে গুলি। গুলি লাগে ডান পায়ে। গুলি বিদ্ধ সাতমাসা ২৭৩ নং বুথের নির্দল প্রার্থী জাহানারা বেগমের এজেন্ট।
আক্রান্ত এজেন্টের নাম কায়মুদ্দিন মল্লিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের দক্ষিননারায়ন পুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে তৃনমুলের বিরুদ্ধে।