কলকাতা, ২৭ জুন:- বৃহত্তর কলকাতায় দূষণ কমাতে রাজ্য সরকার হুগলি নদীতে যাত্রী পরিবহনে ব্যবহৃত পুরনো ডিজেল চালিত ভেসেল গুলিকে ধাপে ধাপে বাতিল করে নতুন বৈদ্যুতিক ভেসেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে ১৮০ কোটি টাকা ব্যয়ে এধরণের ১৫ টি ভেসেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ জলপথ পরিবহনকে ঢেলে সাজাতে এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দের একটি প্রকল্প হাতে নিয়েছে পরিবহন দফতর। যার মধ্যে ৭০০ কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া গেছে।
ওই প্রকল্পের আওতাতেই দূষণ সৃষ্টিকারী পুরনো লঞ্চ ও ভেসেল গুলিকে বদলে ফেলে দূষণমুক্ত বৈদ্যুতিক জলযান চালানোর পরিকল্পনা বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে নতুন ১৫ টি ভেসলের মধ্যে কলকাতায় গঙ্গা পারাপারের জন্য ২৫০ জন যাত্রী পরিবহনের ক্ষমতা সম্পন্ন ৮ টি ভেসেল কাজে লাগানো হবে। ১০০ আসন বিশিষ্ট পাঁচটি ভেসেল শহরতলীতে যাত্রী পরিবহন করবে। যথাক্রমে ৭৫ ও ১৫০ আসন বিশিষ্ট দুটি ক্যাটামারন ধাঁচের ভেসেলকে পর্যটনের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।