কলকাতা, ২০ জুন:- রাজ্য সরকার আগামী বছর পুরীর অনুকরণে দীঘায় রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় আজ ইসকনের আয়োজিত রথযাত্রার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি জানান, রাজ্য সরকার দীঘায় যে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করেছে তা এখন শেষের পথে। সব ঠিক থাকলে সেখানে আগামী বছর রথযাত্রার আয়োজন করা হবে। রথযাত্রা অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন। ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃতদের আত্মারও তিনি শান্তি কামনা করেন।
এদিন দুপুরে মুখ্যমন্ত্রী ইস্কনের মন্দিরে যান। মন্দিরের ভিতরে বিগ্রহের পুজো এবং আরতি করেন। নিজের বাড়ির গাছের আমও তিনি পুজোর জন্য নিবেদন করেন। পরে বাইরে রথের উপরে উঠে জগন্নাথ দেবের আরতি এবং পুজো করে মুখ্যমন্ত্রী পুরী এবং মাহেশ-সহ রাজ্যের যে সমস্ত এলাকায় রথযাত্রা হয়, সেই সব এলাকার উদ্যোক্তা এবং ভক্তদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া পাণ্ডে প্রমূখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ড্যান্স ট্রুপ ইস্কনের রথের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে।