হুগলি, ১২ জুন:- পান্ডুয়া বিডিও অফিসে ঢোকার মুখে বাঁধা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। পুলিশ সাংসদকে ঢুকতে বাধা দিলে বচসায় জড়ান সাংসদ। বিডিও অফিসে মনোনয়ন জমা নেওয়া চলছে, তার এক কিলোমিটার এর মধ্যে ১৪৪ ধারা জারি করা রয়েছে তাই কোন গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। লকেট চট্টোপাধ্যায় বিডিও অফিসে মনোনয়ন কেমন চলছে তা দেখতে গেলে পুলিশ তাকে বাধা দেয় তার গাড়ি আটকায়।
লকেট চট্টোপাধ্যায় পুলিশের সঙ্গে বছর জড়িয়ে পড়েন। পান্ডুয়ার অর্ণব গাঙ্গুলীকে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। যদিও পুলিশ তাকে ঢুকতে দেয়নি। সাংসদকে ঢুকতে না দেওয়ার কোন লিখিত পারমিশন আছে কিনা দেখতে চান লকেট। বেশ কিছুক্ষণ ধরে চলে তর্ক। পরে পুলিশ তাকে ঢুকতে দেয়। এর আগে পোলবা বিডিও অফিসে গিয়ে মনোনয়ন পর্ব দেখেন লকেট চট্টোপাধ্যায়।