কলকাতা, ১২ জুন:- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব অবাধ ও সুষ্ঠ করতে উদ্যোগী হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বকে ঘিরে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠায় ইতিমধ্যেই মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার জোর করে বা চাপ দিয়ে যাতে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার না করানো যায় তা নিশ্চিত করতে এবার অভিনব পদক্ষেপ নেওয়া হল কমিশনের তরফে। সোমবার কমিশনের তরফে চিঠি দিয়ে সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, যতক্ষণ না প্রার্থী বা প্রার্থীর ইলেকশন এজেন্ট মনোনয়ন প্রত্যাহারের কারণ না লিখে জমা করবেন ততক্ষণ মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হবে না। অন্যদিকে রিটার্নিং অফিসার যদি মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিয়ে সন্তুষ্ট ও নিশ্চিত না হন এই ততক্ষণ প্রত্যাহারের আবেদন গৃহীত হবে না।কমিশনের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার করার নোটিস সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীর নির্দিষ্ট করা ইলেকশন এজেন্ট লিখিতভাবে আনবেন।
প্রার্থীর তরফে ঠিক করা বা প্রার্থী যাকে অথরাইজড করছেন তারই দেওয়া নোটিস গ্রহণযোগ্য হবে। তবে শুধু নোটিস দিলেই হবে না, মনোনয়নপত্র প্রত্যাহার যথাযথ কি না, তা বিচার করতে হবে সংশ্লিষ্ট জেলার ইলেকশন অফিসারদের। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার নিয়েও জেলাগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি প্রতিদিনের মনোনয়ন পর্ব নির্বিঘ্ন হয়েছে কিনা সে ব্যাপারে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। কোনও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটলে কমিশনকে তা বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। কী ধরনের পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে, কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে, কোনও সম্পত্তি ধ্বংস হয়েছে কিনা, পুলিশের কেউ আহত হয়েছে কিনা সবই বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন।