এই মুহূর্তে জেলা

প্রথম দিনের মনোনয়নেই চুড়ান্ত অব্যবস্থা হুগলিতে।

হুগলি, ৯ জুন:- গতকাল ঘোষণা হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের নির্ঘন্ট। আজ থেকে আগামী সাত দিন মনোনয়ন জমা দেওয়ার কথা বলা হয় নোটিশে। সকাল দশটা থেকে বিকাল তিনটে পর্যন্ত মনোনয়ন তোলা ও জমা দেওয়া যাবে। অথচ প্রথম দিন মনোনয়ন তুলতে গিয়ে চরম অব্যবস্থার শিকার হলেন রাজনৈতিক দলের প্রার্থীরা।

চুঁচুড়া-মগড়া ব্লকের মনোনয়ন হচ্ছে মগড়া বিডিও অফিসে। সেখানে দীর্ঘক্ষন অপেক্ষা করেও মনোনয়ন জমা জমা করতে পারেননি প্রার্থীরা। ডিসিআর কেটে অপেক্ষা করছেন দীর্ঘক্ষন। বিজেপির অভিযোগ এমনিতেই সময় কম তার মধ্যে মনোনয়ন জমা করতে এত সময় নিলে কি হবে। মনোনয়নের একই ছবি পোলবা-দাদপুর ব্লকেও।