এই মুহূর্তে জেলা

দুষ্কৃতি গ্রেপ্তারের সাত দিনের মধ্যেই ভয়াবহ চুরির কিনারা ভদ্রেশ্বরে।

প্রদীপ বসু, ৫ জুন:- কুখ্যাত দুষ্কৃতিদের গ্রেফতার করে সাতদিনের মধ্যে ভয়বহ চুরির কিনা করল ভদ্রেশ্বর থানার পুলিশ। সাতদিন আগে চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এ পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সামগ্রি চুরি হয়। সেই খবর আমরা দেখিয়ে ছিলাম। এরপর ভদ্রেশ্বর থানার আই সি কৌশিক ব্যানার্জির নির্দেশে এংগাস এর গৌরহাটি টিওপির জোনাল অফিসার দিনেশ সিং ঘটনার কিনারা করতে দিন রাত এক করে অবশেষে চুরি যাওয়া সামগ্রি ও দুজন দুষ্কৃতি কে গ্রেফতার করল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় ভদ্রেশ্বরের কলুভাগাড় মোড়ে।

সেখানে এক ঝোপের মধ্যে থেকে পুলিশ উদ্ধার করে দুটি এল ই ডি টিভি, দুটি কলের মুখ, দুটি ডেসটপ, ওয়েট মাপার যন্ত্র ইত্যাদি। প্রায় দু থেকে আড়াই লাখ টাকার সামগ্রি উদ্ধার করে পুলিশ। ধৃত দুই কুখ্যাত চোরের নাম এংগাস ১০ নং গেটের সুকু দাস এবং কলুভাগাড় লাইনের লক্ষণ বাসফোর। এই দজন কে খুঁজছিল পুলিশ। বিভিন্ন অপরাধে যুক্ত এরা।প্রথমে আটক পরে চুরির কথা স্বীকার করলে গ্রেফতার করা হয়। একদিনের জন্য রিমাইন্ডে আনার পর আজ দুজনকেই চন্দননগর আদালতে পেশ করলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের এই কাজে খুশি সকলে।