কলকাতা, ৫ জুন:- ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত এবং গুরুতর আহত হয়ে যাদের অঙ্গহানি হয়েছে রাজ্য সরকার ক্ষতিপূরণের পাশাপাশি তাঁদের পরিবারের একজনকে চাকরি দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এ কথা ঘোষণা করেছেন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ওড়িশা থেকে আসা এরাজ্যের চার যাত্রীর মৃতদেহ আজ সড়কপথে কলকাতায় নিয়ে আসার সময় নবান্নের কাছে তাঁদের শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি ঘোষণা করেন মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এর পাশাপাশি মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়ার কথা তিনি ঘোষণা করেন। ভয়াবহ ওই রেল দুর্ঘটনায় অনেকের অঙ্গহানি ঘটেছে। তাদের পরিবারের একজন করে সদস্যকেও চাকরি দেওয়া হবে।
একইসঙ্গে দুর্ঘটনা গ্রস্থ ট্রেনের এ রাজ্যের অন্যান্য যাত্রীদেরও দশ হাজার টাকা করে এককালীন অর্থ সাহায্য এবং চার মাস ২০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। চাল, ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসও তাদের দেওয়া হবে। আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠান করে রাজ্য সরকারের তরফ ে ক্ষতিপূরণ ও অর্থ সাহায্য তুলে দেওয়া হবে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন জেলার দুর্ঘটনাগ্রস্থদের কলকাতায় নিয়ে আসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান করমন্ডল দুর্ঘটনায় নিহত এ রাজ্যের বাসিন্দাদের ৯০ টি মৃতদেহ এ পর্যন্ত চিহ্নিত করা গেছে। তাদের মধ্যে ৭৩ টি মৃতদেহ ফিরিয়ে আনা হয়েছে।
১২০ জনের মৃতদেহ এখনো চিহ্নিত করা যায়নি। ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনো এরাজ্যের ৫৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। আহতদের দেখতে মুখ্যমন্ত্রী আগামীকাল কটক এবং ভুবনেশ্বরে যাবেন। রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা তাঁর সঙ্গে ভুবনেশ্বর যাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে রেল দুর্ঘটনার জন্য সিবিআই তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজে রেলমন্ত্রী থাকাকালীন জ্ঞানেশ্বরী দুর্ঘটনারসিবিআই তদন্তের নির্দেশ দিলেও তার রিপোর্ট এখনো পর্যন্ত মেলেনি। সিবিআই এর বদলে রেলওয়ে সুরক্ষা কমিশন ওই ঘটনার যথাযথ তদন্ত করতে সক্ষম বলে তিনি মনে করেন। কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনার প্রকৃত কারণ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।