হাওড়া, ২৮ মে:- “খেলার মাঠে ডিগবাজি, রাজনীতিতে তোলাবাজি, এই মন্ত্রী আর নয়”; “জমির দালাল মনোজ তুমি দূর হটো” কিংবা “বিধায়ক মন্ত্রী মনোজ, করে শুধু জমির খোঁজ”। এবার এই স্লোগান তুলে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা।
রবিবার সকালে কদমতলা বাসস্ট্যান্ডে এই নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় হাওড়া জেলা সদর বিজেপির তরফ থেকে। শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে শিবপুর বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ ও প্রতিবাদের ডাক দেয় বিজেপি। নেতৃত্বে ছিলেন জেলা সদর সম্পাদক অজয় মান্না।