কলকাতা, ২৭ মে:- রাজ্যে পরিবেশ বান্ধব সবুজ বাজির উৎপাদনে উৎসাহ দিতে রাজ্য সরকার এক জানালা নীতি চালু করছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য আবেদন ও তার নিষ্পত্তির জন্য ওই বিশেষ পোর্টাল চালু করছে। দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রয়োজনীয় ছাড়পত্রের জন্যেও ওই পোর্টাল থেকেই আবেদন জানানো যাবে। আগামী দু সপ্তাহের মধ্যেই ওই পোর্টাল চালু হয়ে যাবে এবং তা শিল্প সাথী পোর্টালের সঙ্গে যুক্ত করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। সবুজ বাজি উৎপাদনকারীদের লাইসেন্স পাওয়ার শর্তাবলী স্থির করতে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এস ও পি তৈরির কাজে হাত দিয়েছে। যা সমস্ত জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
শুক্রবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে জেলাশাসকদের বলা হয়েছে, এখন থেকে বাজি কারখানা তৈরি করার আগে বাধ্যতামূলকভাবে এক্সপ্লোসিভ এবং ফায়ার লাইসেন্স নিতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণের শংসাপত্রও থাকতে হবে। যেসব গুদামে বাজি মজুত থাকবে, তার জন্যও লাইসেন্স নিতে হবে। যে বাজিগুলি তৈরি হবে সেগুলি আগেভাগে পরীক্ষা করে দেখার কথাও ভাবছে রাজ্য সরকার। বাজি কারখানাগুলির ক্লাস্টার তৈরি করার জন্য বেসরকারি উদ্যোগপতিরাও উৎসাহ দেখাচ্ছেন। লোকালয় থেকে দূরে ক্লাস্টার নির্মাণের উপযুক্ত জমি চিহ্নিত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।